প্যান আধার লিংকের শেষ দিন ৩১ শে মার্চ ২০২৩
Pan Card

প্যান কার্ড একটি গুরুত্বপূর্ণ নথি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট (INCOME TAX DEPARTMENT) প্যান কার্ড ইস্যু করে । বিভিন্ন আর্থিক লেনদেন এর ক্ষেত্রে প্যান কার্ড দরকার হয়। তবে INCOME TAX DEPARTMENT প্যান কার্ডের সঙ্গে আধার নম্বর যোগ বাধ্যতামূলোক করেছে।প্যান কার্ডের সঙ্গে  আধার লিঙ্ক করার  শেষ দিন হিসাবে ৩১ শে মার্চ ২০২৩ পর্যন্ত সময় দেওয়া হয়েছে ।এই সময়ের মধ্যে প্যান এর সঙ্গে আধার লিংক না করলে আপনার প্যান কার্ড টি নিষ্ক্রিয় হয়ে যাবে।

কারা লিংক করবেন -  জুলাই ২০১৭ এর আগে পর্যন্ত যাদের প্যান কার্ড আছে তাদের প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড যোগ করা বাধ্যতামূলক। আপনার প্যান কার্ডে আধার লিংক আছে কী না তা আপনি লিংক এ জানতে পারবেন । লিংক এ ক্লিক করে আপনার প্যান নম্বর ও আধার নম্বর দিয়ে দেখতে পারবেন ।https://eportal.incometax.gov.in/iec/foservices/#/pre-login/link-aadhaar-status


প্যান কার্ডে আধার লিংক না করলে -   ৩১ শে মার্চ 2022 তারিখের আগে প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড যোগ করা বিনামূল্যে হত  কিন্তু  এপ্রিল ২০২২ থেকে সেটি ৫০০ টাকা ফাইন এবং বর্তমানে তা ১০০০ টাকা ফাইন দিয়ে লিঙ্ক করতে হয়। অর্থাৎ আপনার প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করতে আপনাকে ১০০০ টাকা জরিমানা দিতে হবে। যদি ৩১ শে মার্চ ২০২৩ ১০০০ টাকা জরিমানা দিয়ে আপনি প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক না করেন তাহলে আপনার প্যান কার্ডটি নিষ্ক্রিয় হয়ে যেতে পারে ।


এর ফলে আপনি
 বিভিন্ন সমস্যা সম্মুখীন হতে পারেন।

যেমন-

1.       নতুন ব্যাংক একাউন্ট খোলা যাবে না

2.       ডিমা একাউন্ট খুলতে পারবেন না ফলে আপনি শেয়ার মার্কেটে লেনদেন করতে পারবেন না 

3.       আপনি বড় কোন প্রপার্টি অথবা জুয়েলারি কিনতে পারবেন না

4.       আপনার বর্তমান একাউন্ট থেকে 50 হাজার টাকার বেশি জমা করতে অথবা তুলতে পারবেন না

5.       যেকোনো ইনকামে আপনাকে দ্বিগুণ ট্যাক্স দিতে হতে পারে

6.       আপনি ভিসা করতে পারবেন না

7.       আপনি ITR জমা করতে পারবেন না

8.       আপনার কোন পেন্ডিং রিটার্ন প্রসেস হবে না


আরও পড়ুন --->> যাদের প্যান কার্ডের সাথে আধার যুক্ত করার প্রয়োজন নেই click here

 আরও পড়ুন --->>Pan Adhaar linking deadline extended