প্যান কার্ডের সাথে আধার নম্বর যুক্ত করার শেষ দিন হিসাবে ৩১ শে মার্চ ২০২৩ ধার্য করা হয়েছে। আপনার প্যান কার্ডে আধার নম্বর যুক্ত না থাকলে প্যান কার্ড টি নিষ্ক্রিয় হয়ে যেতে পারে। বিস্তারিত জানতে প্যান আধার লিংকের শেষ দিন ৩১ শে মার্চ ২০২৩।
যাদের প্যান কার্ডের সাথে আধার যুক্ত করার প্রয়োজন নেই
প্রথমত বলে রাখি যারা ১লা এপ্রিল ২০১৭ এর আগে প্যান কার্ড করেছেন শধুমাত্র তাদের জন্য প্যান কার্ডে আধার লিংক করতে বলা হয়েছে। অর্থাৎ যারা ১লা এপ্রিল ২০১৭ এর পর প্যান কার্ড বানিয়েছেন তাদের পান কার্ডে আধার লিংক করার প্রয়োজন নেই। যেমন , যারা একেবারেই নতুন প্যান কার্ড বানিয়েছেন তাদের প্যান কার্ডে আধার লিংক করার দরকার নেই। এছাড়াও যাদের প্যান কার্ডে আধার লিংক করতে হবে না -
- আসাম,জম্মু ও কাশ্মীর এবং মেঘালয় রাজ্যে বসবাসকারী
- আয়কর আইন,1961 অনুযায়ী একজন অনাবাসী
- আগের বছরের যেকোনো সময়ে আশি বছর বা তার বেশি বয়সের; বা
- ভারতের নাগরিক নয়।
0 Comments